Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

বাংলাদেশের জনসংখ্যা ১৬ কোটি ৯৮ লাখ ২৮ হাজার ৯১১ জন (জনশুমারি অনুযায়ী জুন, ২০২২ পর্যন্ত) । জনসংখ্যার ঘনত্ব ১১৬৩ (প্রতি বর্গকিলোমিটার-২০২২) । জনসংখ্যার স্বাভাবিক বৃদ্ধির হার ১.৩৫ (২০২২) । খানার আকার ৪.২ জন (২০২২) । লিঙ্গানুপাত (পুরুষ/নারী *১০০)  ৯৭.৫ ; স্থূল জন্মহার ১৯.৩; স্থূল মৃত্যুহার ৫.৮ (২০২২) । প্রত্যাশিত গড় আয়ু ৭২.৪ বছর (২০২২) ।  সাক্ষরতার হার (৭ বছর ও তদূর্ধ্ব) - ৭৬.৮% (২০২২) । স্থূল প্রতিবন্ধিতার হার ২৫.৫ (প্রতি হাজারে- ২০২২) । দারিদ্র্যের হার ১৮.৭% ও অতি দারিদ্র্যের হার ৫.৬%  । বেকার জনগোষ্ঠী ২.৬৩ মিলিয়ন । বেকারত্বের হার ৩.৬% । মূল্যস্ফীতি ৯.৯২% (আগস্ট ২০২৩) । মোবাইল ফোন ব্যবহারকারীর হার (৫ বছর ও তদূর্ধ্ব) - ৫৯.৬% (২০২২) । ইন্টারনেট ব্যবহারকারীর হার (৫ বছর ও তদূর্ধ্ব) - ৪১.০% (২০২২) । মাতৃমৃত্যুর অনুপাত ১৫৬ (প্রতি লাখ জীবিত জন্মের বিপরীতে-২০২২)। জিডিপি - ৩৯,৭৬৫ বিলিয়ন টাকা (P) জিডিপি প্রবৃদ্ধির হার - ৭.২৫% (P)  জিএনআই - ৪১,২৪১ বিলিয়ন টাকা (P)  মাথাপিছু আয় - ২,৭৬৫ মার্কিন ডলার। আমদানি ৬,০২৩ বিলিয়ন টাকা । রপ্তানি ৩,৭৬৪ বিলিয়ন টাকা । রেমিটেন্স ১৭৩.২৭ বিলিয়ন টাকা । সূত্রঃ বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস)-২০২৩


সেবার তালিকা

১। জনসংখ্যা সনদপত্র।

২। আদম শুমারির তথ্য।

৩। কৃষি শুমারির তথ্য।

৪। অর্থনৈতিক শুমারির তথ্য।

৫। বস্তি শুমারির তথ্য।

৬। তাঁত শুমারির তথ্য।

৭। খানা তথ্যভান্ডার শুমারির তথ্য।

৮। খানার আয়-ব্যয় জরীপ সংক্রান্ত তথ্য।

৯। MSVSB (Monitoring the Situation of Vital Statistics of Bangladesh)

     প্রকল্পের মাধ্যমে ভাইটাল স্ট্যাটিসটিকস্ বিষয়ক তথ্য।

১০। দারিদ্র পরিসংখ্যান বিষয়ক তথ্য।

১১। ডিস্ট্রিকটস স্ট্যাটিসটিকস্ বিষয়ক তথ্য।

১২। ক্ষুদ্র নৃ-গোষ্ঠী ও আদিবাসীদের তথ্য।

১৩। মাসিক কৃষি মজুরীর হার।

১৪। বিভিন্ন স্থায়ী ও অস্থায়ী ফসলের আয়তন ও ফলন হার ইত্যাদি।